বৈশাখী ঝড়
- সরওয়ার জাহান ২৭-০৪-২০২৪

__বৈশাখী ঝড় _____ বৈশাখে মাসে আসে ছোট বড় ঝড়। ঝড়ের হাওয়ায় ভাংগে গাছ আর ঘর। চারদিকে তৈ তৈ পানি আর মাছ। নদীর ঢেউ ভাঙে মাটি আর গাছ। জেলেদের হৈচৈ ঘরে ঘরে ছিড়ে খই। বৈশাখে পাকে আম কৃষকের বিধি বাম। সবে মিলি তাস খেলা উঠুনে আমের মেলা। আম গাছে বক ছানা আম খেতে নেই মানা। -----+----++++++++++++

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Milhan2017
১৭-০৫-২০১৭ ১৭:১৮ মিঃ

ভালো ছড়া